• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

'বস টু' ও 'নবাব' নিয়ে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৭, ১২:১১

আসছে ঈদুল ফিতরে যৌথ প্রযোজনার দু'টো ছবি মুক্তি নিয়ে চলচ্চিত্র অঙ্গনের মানুষ এখন দু'ভাগে বিভক্ত। এরই মধ্যে গেলো ১৪ জুন ঢাকা ক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আয়োজনে ইফতার মাহফিল হয়।

সেখানে চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিবেশক সমিতির সদস্য, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্য ও চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন।

সভায় চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর লক্ষে ঈদে মুক্তি প্রতীক্ষিত 'বস টু' ও 'নবাব'র মুক্তিকে কেন্দ্র করে একটি স্বার্থসংশ্লিষ্ট মহলের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ঈদে ওই দু'টো ছবিসহ অন্যান্য ছবি মুক্তি নিশ্চিত করার লক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল প্রশাসনকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এ সময় প্রযোজকদের স্বার্থরক্ষা এবং বাণিজ্যিক চলচ্চিত্রের সংকটে সিনেমা হল বন্ধ হবার হাত থেকে বাঁচানোর লক্ষ্যে সবার সহযোগিতা চাওয়া হয়।

এদিন উপস্থিত ছিলেন কাজী হায়াত, সাইফুল ইসলাম চৌধুরী, নাসিরউদ্দিন দিলু, মোঃ হোসেন, ইফতেখার উদ্দিন নওশাদ, আব্দুল আজিজ, নাদের চৌধুরী, মোহাম্মাদ আলিমুল্লাহ, কামাল কিবরিয়া লিপু, জাকির হোসেন রাজু, সৈকত নাসিরসহ অনেকে।

সভার বিষয়বস্তু নিয়ে পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াতের সই করা বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh