• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৃদ্ধাশ্রমে রোজিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৭, ১১:১৪

চিত্রনায়িকা রোজিনা। চলচ্চিত্রে এখন নিয়মিত নন তিনি। বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটে তার। যে ক'মাস দেশে থাকেন ঈদের নাটক ও অনুষ্ঠানে কাজ করেন।

সম্প্রতি গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন রোজিনা। সেখানে বসবাসরত বৃদ্ধদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এ নায়িকা। বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠান 'সায়াহ্নের শিশু' অনুষ্ঠানের জন্য বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন রোজিনা।

এ ব্যাপারে 'অন্যায় অবিচার' খ্যাত নায়িকা বলেন,বৃদ্ধাশ্রমে গিয়ে জীবনকে নতুনভাবে অনুভব করলাম। ওখানে যারা আছেন তাদের সবারই পরিবার আছে এবং পরিবারের সবাই একসঙ্গে থাকেন। শুধু মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। অথচ তারা একবারও ভাবেন না, তারা যখন ছোট ছিলেন তখন মা-বাবা কত আদর করে মানুষ করেছেন। আল্লাহর কাছে দোয়া করি এমন সন্তান যেন কোনো মায়ের গর্ভে না জন্মে। অনেক বেশি খারাপও লেগেছে।

ঈদের পর ফের তাদের সঙ্গে দেখা করব, মাঝে মধ্যেই সময় কাটাব। সমাজের সবাইকে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাব। বললেন রোজিনা।

আসছে ঈদুল ফিতরে একটি নাটক ও ঈদ কেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে তাকে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh