• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সালমানের মামলার চূড়ান্ত শুনানি ৬ জুলাই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৭, ০৯:০৭

আসছে ৬ জুলাই সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকার মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে। সালমান ছাড়াও শুনানি হবে সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, তব্বু ও নীলমের বিরুদ্ধে।

গেলো ১ মার্চ এ শুনানি শুরুর কথা ছিল। কিন্তু মৃত কৃষ্ণসার হরিণদের ময়নাতদন্ত যিনি করেন, ওই পশু চিকিৎসক এন পি নেপালিয়ার বিরুদ্ধে তদন্তের কাগজপত্র তখনো জমা না পড়ায় শুনানি পিছিয়ে দেয়া হয়।

কাগজপত্র চেয়ে সেই আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ায় ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এ মামলার চূড়ান্ত শুনানি। খবর এবিপি আনন্দ।

বিবাদীপক্ষের আইনজীবী বলেন, এরই মধ্যে কাগজপত্র আদালতে জমা পড়েছে, নতুন করে তা চাওয়া সময় নষ্টের চেষ্টা ছাড়া কিছু না।

একই সঙ্গে অস্ত্র আইন সংক্রান্ত মামলায় সালমান নির্দোষ বলে ট্রায়াল কোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হয়েছে রাজস্থান সরকার।

জেলা দায়রা আদালতে ৬ জুলাই থেকে ওই মামলারও শুনানি হবে। এদিন সালমানকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh