• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হামলার হুমকিতে জার্মানিতে কনসার্ট বন্ধ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৭, ১৩:২৯

জনপ্রিয় ফেস্টিভ্যাল 'রক অ্যাম রিং'র সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা। সন্ত্রাসী হামলার হুমকিতে জার্মানির নুরেমবার্গ স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত বন্ধ করা হয়।

আয়োজনটি ঘিরে স্টেডিয়ামে হাজারো দর্শক জড়ো হন। তবে হুমকির ফলে তাদের উৎসবস্থল ত্যাগ করার কথা জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশের পক্ষ থেকে এ উৎসব বন্ধ করার পরামর্শ দেয়া হয়েছে। তাই সবাইকে শান্ত ও সুশৃঙ্খলভাবে চলে যেতে অনুরোধ করা হচ্ছে।

এক ফেসবুক বার্তায় আয়োজকরা জানান, শনিবার (৩ জুন) এ উৎসবের উদ্বোধনের আশা করছেন তারা।

শুক্রবার উৎসব ছেড়ে চলে যেতে বলায় শ্রোতাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। সেসময় অনেকে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন।

জার্মানির 'ওপেন এয়ার মিউজিক কনসার্টে'র ৩০তম আসর ছিল এটি। উৎসবে ৮৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করছিলেন আয়োজকরা। প্রতি বছর জুনের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হয়।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh