• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ছবিতে কান চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০১৭, ১৩:১৫

১৯৪৬ সাল শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে এবার ৭০তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছিল। বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং স্রেফ চলচ্চিত্র ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবের শুরু হয় ফ্রান্সের ছবি 'ইসমাঈলস গোস্টস' প্রদর্শনের মধ্যে দিয়ে। এ বছর প্রতিযোগিতা বিভাগে ১৯টি ছবি ছিল। রোববার বাংলাদেশ সময় সাড়ে এগারোটার সময় পর্দা নামে উৎসবটির।

৪৩ বছর বয়সী চির সবুজ ঐশ্বরিয়া এবারের উৎসবেও লাল গালিচায় আলো ছড়ালেন। অ্যাশের আগমনে হাজারো ক্যামেরার আলো ঝলসে উঠে। মাইকেল সিনচোর ডিজাইন করা হালকা নীল রংয়ের গাউনে ঐশ্বরিয়া সম্মোহন এখনো কাটিয়ে উঠতে পারেনি কান। অনেকটা সিনড্রেলার মতোই দেখাচ্ছিল তাকে।

এলি ফ্যানিং উজ্জ্বল তারার মতোই যেন দ্যুতি ছড়ালেন। পড়েছিলেন গোলাপি রঙের ম্যাক্সি ফ্রক। আর তাতেই দারুণ দেখিয়েছে ১৯ বছর বয়সী এলিকে।

অভিনেত্রী জেসিকা চ্যাস্টাইন, অভিনেতা-পরিচালক অ্যাবেস জাওই এবং জার্মান পরিচালক মারেন আদে ফিচার ফিল্ম জুরি হিসেবে অংশ নিয়েছিলেন।

সবশেষ ২০১১ সালে রবার্ট ডি নিরো আনসার্টেন রিগার্ডের জুরি সভাপতি থাকাকালে বিচারক প্যানেলে ছিলেন উমা। এরপর পেরিয়ে গেছে ৫ বছর। অবশেষে এবারের কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগের জুরি প্যানেলের সভাপতির দায়িত্ব পান উমা থারম্যান।

বলিউড অভিনেত্রী সোনম কাপুর বাহারি গাউনে জৌলুস ছড়িয়েছেন কান আসরে। ল'রিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানে দারুণ প্রতিনিধিত্ব করেছেন তিনি।

বিচারক: (এল-আর) জুরি সদস্য অ্যানেস জাউই, উইল স্মিথ, পার্ক চ্যান-উক, মারেন আদে, পাওলো সেরেন্টিনো, জেসিকা চাস্টেইন, পেড্রো আলমোডোভার, ফ্যান বিংবিং এবং গ্যাব্রিয়েল।

উৎসবে স্বর্ণপাম ঘরে তুলে নিলেন সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ড। এ নির্মাতার 'দ্য স্কয়ার' জিতেছে কান উৎসবের সবচে' বড় পুরস্কার স্বর্ণপাম। পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh