• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

'আল্লাহ মেহেরবান' গান ইউটিউব থেকে সরাতে আইনি নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ১৪:২০

ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত ছবি 'বস ২'র 'আল্লাহ মেহেরবান' গানটি ইউটিউব থেকে সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানালেন অ্যাডভোকেট হোজ্জাতুল ইসলাম।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশারের পক্ষে 'বস-২' ছবির সঙ্গে সংশ্লিষ্ট ৭জনকে এ আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট হোজ্জাতুল ইসলাম।

নোটিশে আসছে ৩ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

আইনি নোটিশ যাদের বিরুদ্ধে তারা হলেন- জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব।

এ ব্যাপারে হোজ্জাতুল ইসলাম বলেন, গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই গানটি ইউটিউব থেকে তুলে নিতে নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি 'বস-২'। কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ, শুভশ্রী ও ঢালিউডের নুসরাত ফারিয়ার ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি ফারিয়া ও জিৎ অভিনীত গানটি ইউটিউবে মুক্তি পর সমালোচনার ঝড় ওঠে।

রমজানের সময় এমন বিতর্কিত গান ইউটিউবে প্রচার করায় এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান আইনজীবী আবুল বাশার।

মজার ব্যাপার হলো ইউটিউবে গানটিতে লাইকের থেকে ডিজলাইক বেশিবার পড়েছে।


এইচটি/এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh