• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নাইট ক্লাবে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৭, ১৯:১৩

দু’বছর আগেই থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তাকে গাড়ীচাপায় হত্যা করেছিলেন এক ব্রিটিশ অভিনেত্রী। এবার থাই নাইট ক্লাবের বাইরে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালানোর সময় আটক হলেন তিনি।

অ্যানা রিস নামের ওই অভিনেত্রী‘দ্য সুনামি ওয়ারিয়র্স’ এবং ‘ব্রাউন সুগার’সিনোময় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ, রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নাইট ক্লাবে কয়েকজন পুরুষের সঙ্গে বিবাদে জড়ানোর পর তিনি কিছু জিনিস নিক্ষেপ শুরু করেন।

ক্লাব কতৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বিল দেয়ার সময় তিনি আক্রমণাত্বক হয়ে উঠেন। পরে ক্লাব থেকে দৌড়ে বেড় হয়ে গাড়ি করে তিনি পালিয়ে যেতে চান। কিন্তু তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

সোমবার সকালে ছাড়া পান অ্যানা। এ ঘটনার পেছনে নিজের পরিবারকে দায়ী করেছেন তিনি।

সাংবাদিকদের কাছে দুঃথ প্রকাশ করে বলেছেন, পারিবারিক কিছু সমস্যার কারণে আমি একাজগুলো করেছি। যা ঠিক হয়নি।

ছাড়া পাবার আগে তাকে ২০ হাজার থাই বাথ জরিমানাও গুনতে হয়েছে তাকে।

এর আগে ২০১৫ সালের জুনে অ্যানা বেপরোয়া গাড়ী চালিয়ে পাকিংয়ে থাকা পুলিশের গাড়ীতে চাপা দিয়ে এক ৪৪ বছরের পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন।

সেসময় আইনি জটিলতার ফাঁক ফোঁকর থেকে নিজেকে বাঁচিয়ে নেন ৩২ বছর বয়সী এ অভিনেত্রী। পরে ওই পুলিশ কর্মকর্তা পরিবারের সঙ্গে ২ বিলিয়ন থাই বাথের মাধ্যমে সমাঝোতা করেন।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh