• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৭, ১৩:০৪

খ্যাতিমান সঙ্গীতশিল্পী রুনা লায়লা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'ব্যারিনু ইনস্টিটিউট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট' সন্মাননা পাচ্ছেন। তাকে 'ডিস্টিংগুইশ সেলিব্রেটি লিজেন্ড অ্যাওয়ার্ড'র জন্য মনোনীত করা হয়েছে। বাংলায় এ পুরস্কারের মানে হলো 'বিশিষ্ট তারকা কীর্তিমান পুরস্কার'।

আসছে ২৫ মে 'ইন্সপায়ারিং ওম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম' অনুষ্ঠানে রুনা লায়লার হাতে সম্মানজনক পুরস্কার তুলে দেয়া হবে।

সঙ্গীত, শিল্পচর্চা এবং নারী উন্নয়নের অনুপ্রেরণা হিসেবে এ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারে অনুষ্ঠানে তার হাতে পুরস্কার দেয়া হবে।

আয়োজক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমের রুনা লায়লাকে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

আয়োজক কর্তৃপক্ষ রুনা লায়লাকে জানায়, সঙ্গীতে আজীবন অসাধারণ অবদান ও আপনার নিজ দেশ বাংলাদেশসহ এশিয়া ও বিশ্বব্যাপী নারীদের সৃজনশীলতার উন্নয়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য আপনাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

২০১৫ সালে রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পাঁচ দশক পূর্ণ করেছেন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh