• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকায় উৎসবে আঁচল

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৩:৪৭

জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখির 'ভুল' আমেরিকার ডালাস শহরে সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে। আয়োজনে ২৬ থেকে ২৮ আগস্ট ছবিটি দেখানো হবে। নভেম্বরে ইতালি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্যও চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

রাজু আহাম্মেদ পরিচালিত ছবিটি ২০১১ সালে মুক্তি পায়। মরণব্যাধি এইডস ও মানবতা নিয়ে এর কাহিনী। একজন বিধবা নারীর সংগ্রাম, একজন ভুল ভেবে মরণব্যাধি এইডসের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যুবক ও আরেকজন ভালোবাসার উদার মনের সাথী তিনজনের ভালোবাসার আত্মত্যাগ ও সমাজের প্রতি দায়বদ্ধতা গল্পের বিষয়।

এর আগে ২০১২ সালে দিল্লির ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্মের সম্মাননা লাভ করে 'ভুল'। ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাবলিক চয়েস সেগম্যান্টে প্রদর্শিত হয়।

আঁচল জানালেন, তার প্রথম চলচ্চিত্রে মানবতার বিষয়গুলো রয়েছে। ছবিটি দেশ-বিদেশে বিভিন্ন উৎসবে এখনো প্রদর্শিত হওয়ার তিনি খুব আনন্দিত।

আঁচল অভিনীত 'সুলতানা বিবিয়ানা' ঈদুল আযহায় মুক্তি পাবে। এতে তার সঙ্গে আছেন বাপ্পি চৌধুরী।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh