• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাকী আখন্দ ট্রিবিউট মিউজিক স্টেশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৭:১৮

বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দ। কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

এবার এ সঙ্গীত ব্যক্তিত্ব নিয়ে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘লাকী আখন্দ ট্রিবিউট মিউজিক স্টেশন’ প্রচার হবে।

অনুষ্ঠানে তার গান করবেন কন্ঠশিল্পী আরিফ ও সম্রাট। উপস্থাপনার পাশাপাশি গান করবেন দিঠি আনোয়ার।

অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন তারা। শোনাবেন দর্শকদের পছন্দের গান।

কথা বলবেন লাকী আখন্দের সংগীত জীবনের নানা বিষয় নিয়ে।

শিবলী জিয়ার প্রযোজনায় মিউজিক স্টেশন প্রচার হবে আরটিভিতে আজ (বৃহস্পতিবার) রাত ১১টা ২০মিনিটে।

আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দ একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখন্দ।

ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’,‘আমায় ডেকো না’,‘রীতিনীতি জানি না’, ‘মামনিয়া’,‘আগে যদি জানতাম’গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখন্দের মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন নেন এ গুণী শিল্পী।

এক দশক পর ১৯৯৮ সালে ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকী আখন্দ।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh