• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেড়যুগ পূর্তিতে আবৃত্তি একাডেমির দু'দিনের উৎসব

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১৬:৩৯

দেড়যুগ পূর্তিকে স্মরণীয় করে রাখতে দু’দিনব্যাপি উৎসবের আয়োজন করেছে আবৃত্তি একাডেমি। ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি উৎসব।

আলোচনা সভা, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, দলীয় প্রযোজনা ডি.এল. রায়ের 'সাজাহান'র শ্রতিরূপ এবং কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আবৃত্তি 'একদিন খুঁজেছিনু যারে' পরিবেশিত হবে। আরো থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীগণের একক আবৃত্তি।

সংগঠনের পরিচালক দিলসাদ জাহান পিউলি জানান, শুদ্ধ মাতৃভাষা বাংলা চর্চার জন্য আঠার বছর পূর্বে একত্রিত হয়েছিলেন। প্রত্যেক বাঙালি হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে। সেই দুর্বার বাসনা নিয়েই আবৃত্তি চর্চার প্রসারে এই আয়োজন।

আবৃত্তি একাডেমি বাংলাদেশের ধ্রুপদী আবৃত্তি চর্চার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। দু'হাজারের অধিক শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণ ও বাচনিক উৎকর্ষের প্রশিক্ষণ প্রদান'সহ ছোট-বড় ৪৮টি আবৃত্তি ও শ্রুতিনাট্য প্রযোজনা সংগঠনটির।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh