• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন : শাকিব খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৪:২৩

ঢালিউড অভিনেতা শাকিব খান দাবি করছেন তার বিরুদ্ধে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মতোই চক্রান্ত করা হচ্ছে।

সোমবার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে বিরত রাখতে এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিচালক সমিতি শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। চিঠিটি সই করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ ঘটনার পরেই মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে পরিচালক সমিতির বিজ্ঞপ্তি এবং সালমান শাহ’র একটি সংবাদ সম্মেলনের পেপার কাটিং জোড়া লাগিয়ে তার প্রোফাইলে আপলোড করেন শাকিব খান।

ছবির ওপর স্ট্যাটাসে তিনি বলেন, নিচের ছবি ২টি দেখলে আপনারা বুঝবেন...১৯শে জুলাই ১৯৯৬ সালে প্রয়াত নায়ক সালমান শাহ এর সঙ্গে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল, ঠিক বর্তমানে একই কাজটি আমার সঙ্গে হচ্ছে। তাই আমিও একটা কথাই বলবো, চলচ্চিত্রের স্বার্থেই আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন ।

সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়ায় চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়ায় সমিতির ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গেলো সপ্তাহে শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের 'বেকার' বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান বদিউল আলম খোকন। তিনি বলেন, শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন, তা অবমাননাকর।

সম্প্রতি শাকিব খান সংবাদমাধ্যমে বলেন, এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক এফডিসিতে আড্ডা মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?

শাকিবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে খোকন বলেছিলেন, প্রাথমিকভাবে শাকিবকে উকিল নোটিশ পাঠানো হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh