• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জহির রায়হানের জন্মদিনে চলচ্চিত্র উৎসব

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১৪:২২

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির রায়হান। তাঁর ৮১তম জন্মবার্ষিকীতে 'প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা' স্লোগান নিয়ে ১৯ আগস্ট উদীচী 'জহির রায়হান চলচ্চিত্র উৎসব' আয়োজন করেছে।

শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। অতিথি থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহ-সভাপতি শংকর সাওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান, শমী কায়সার এবং ভারতের প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। রাত ৮টা পর্যন্ত উৎসব চলবে।

দিনব্যাপী আয়োজনে বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এরমধ্যে রয়েছে, জহির রায়হানের তৈরি প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড', সেন্টু রায়ের জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র 'জহির রায়হান', তারেক মাসুদ'র তৈরি চলচ্চিত্র 'রানওয়ে' এবং কামার আহমেদ সাইমন'র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'শুনতে কি পাও'।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh