• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সহপাঠীদের সঙ্গে 'কাব্যচিত্র' নির্মাণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৭, ২৩:৪৭

সহপাঠীদের নিয়ে 'কাব্যচিত্র' নির্মাণ করেছেন বিনোদন সাংবাদিক মারুফ কিবরিয়া। কবি শুভ দাশগুপ্তর কবিতা ‘আমি সেই মেয়ে’কে ভিডিওচিত্রে রূপ দিয়েছেন তিনি ও তার সহপাঠী সৈয়দা তাসনুভা আকতার মিশু, নাদিয়া মাহমুদ টুশি ও রিমন মিনা।

পুরো ভিডিওটির কনসেপ্ট লিখেছেন মিশু। বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের জন্য তারা এ কাব্যচিত্রটি নির্মাণ করেছেন। এতে এক নারীর সংগ্রামের গল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা।

ভিডিওচিত্র সম্পর্কে মারুফ কিবরিয়া বলেন, কোর্স টিচার ড. তৌফিক এলাহির কথাতেই আমরা কাজটি শুরু করি। কবিতা নিয়ে কাজ করার ভাবনাটা মূলত মিশুই দিয়েছেন। এরপরই মাঠে নেমে পড়ি। দু'দিনেই শুটিং শেষ করতে সমর্থ হই।

তিনি আরো বলেন, ১৮ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ে 'কাব্যচিত্র'টি প্রদর্শিত হয়েছে। এটি দেখার পর স্যাররা দারুণ প্রশংসা করেছেন। আমাদের ৪ জনের জন্য এটি খুব চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। ভয়ের মধ্যেও ছিলাম। অবশ্য স্যাররা দেখার পর সে ভয় কেটে গেছে।

তিনি বলেন, এ কাজটি পুরোটাই একটি টিম ওয়ার্ক। সবাই খুব উৎসাহের সঙ্গে কাজ করেছেন। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

‘আমি সেই মেয়ে’র ভিডিও চিত্রে অভিনয় করেছেন সৈয়দা তাসনুভা আকতার মিশু। চিত্রায়নে ছিলেন উদীয়মান চিত্রগ্রাহক প্রদীপ।

মারুফ, মিশু, টু‌শি ও রমিন ড্যাফাে‌ডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবা‌দিকতা ও গণযােগা‌যােগ বিভাগে অধ্যয়নরত।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh