• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মমর 'চুমকি'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৭, ১১:০৪

একজন ইতিহাসের অধ্যাপক তার মেয়ে স্বর্ণার জন্য বাড়িতে ৫ জন শিক্ষক রাখেন। সুদীপ্ত নামে এক যুবকের আবির্ভাব ঘটে তাদের বাড়িতে।

স্বর্ণার ফুপি বারবার বারণ করার পরও কিছুতেই বুঝতে নারাজ অধ্যাপক সাহেব। পড়াশোনার জন্য নানারকম চাপ দিতে থাকেন।

মেয়েকে পড়াশুনা করিয়ে বড় কিছু একটা বানাতে চান তিনি। কিন্তু মেয়েটি পড়াশুনার চাপ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়।

যাত্রা পথে দেখা হয় সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত তাকে নিয়ে যায় এক অজানা বনে। বনের নাম 'চুমকি'। এমনই কাহিনি নিয়ে তৈরি হয়েছে নাটক 'চুমকি'।

অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম, শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, শফিক খান দিলু, জামাল রাজা, হিটলার।

নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা 'চুমকি' নাটকটি আসছে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে এনটিভিতে।

১৯৯৪ সালে সেলিম আল দীনের লেখা নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাসান রেজাউল।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh