• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়ার 'বিসর্জন'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০১৭, ১৮:০৯

বাংলাদেশের জয়া আহসান অভিনীত 'বিসর্জন' ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'সেরা বাংলা ছবি'র পুরস্কার জিতেছে।

পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। বাংলাদেশে 'বিউটি সার্কাস' ছবির কাজ শেষ করে জয়া এখন কলকাতায় রয়েছেন।

আসছে ১৪ এপ্রিল কলকাতায় 'বিসর্জন' ছবিটি মুক্তি পাবে।

এ ব্যাপারে জয়া বলেন, পদ্মা চরিত্রে করতে পেরে খুব ভালো লেগেছে। এটা আমার ক্যারিয়ারে অন্যতম একটি সেরা কাজ। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, এমন চরিত্রে কাজ দেয়ার জন্য।

২০১৬ সালের ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয় শুক্রবার সকালে।

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার (রুস্তম), সেরা অভিনেত্রী হয়েছেন সুরভি লক্ষ্মী (মালয়ালম ছবি 'মিন্নামিনানগু'), সোনম কাপুর (বিশেষ পুরস্কার 'নিরজা'), সেরা সঙ্গীতশিল্পী (নারী) বিভাগে জয়ী হয়েছেন ইমন চক্রবর্তী (প্রাক্তন, তুমি যাকে ভালোবাসো) একই গানের জন্য গীতিকার হিসেবে পুরস্কার জিতেছেন অনুপম রায়।

সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন মারাঠি 'ভেন্টিলেটর'র পরিচালক রাজেশ মাপুস্কার। এছাড়াও তেলেগু 'সাথমানাম ভাবাতি' পেয়েছে সেরা বিনোদন সিনেমার পুরস্কার।

নাগেশ কুকনুরের 'ধানাক' পেয়েছে সেরা শিশুতোষ ছবির পুরস্কার। তামিল 'জোকার'র গান গেয়ে সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) বিভাগে জয়ী হয়েছেন সুন্দর আইয়ার।

সেরা হিন্দি ছবির বিভাগে 'নিরজা' জাতীয় পুরস্কার পেয়েছে। বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন অভিনেতা আদিল হোসেন

'দঙ্গল'র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শিশুশিল্পী যায়রা ওয়াসিম। সেরা সামাজিক ইস্যু ছবির পুরস্কার পেয়েছে 'পিংক'।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh