• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ওরা বাঁহাতি

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ১৮:২৯

হলিউড-বলিউড মাতানো কয়েকজন তারকাদের নিয়ে শনিবার আলোচনা বেশিই হচ্ছে। অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ, অমিতাভ বচ্চন বা হালের সানি লিওনের একই কাতারে দাঁড় করছেন কেউ কেউ! কোথায় তাদের মিল? তারা সবাই বড় পর্দা জয় করা অভিনেতা-অভিনেত্রী। তবে সে কারণে নয় ১৩ আগস্ট একই সঙ্গে এই তারকারের নাম উচ্চারণের আরেকটি কারণ আছে। আর সেই কারণটি হলো তারা সবাই বাঁহাতি!

বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'ইন্টারন্যাশনাল লেফটহ্যান্ডার ডে'। হলিউড ও বলিউডে রাজ করছেন বাঁহাতি তারকারা। তবে কি বাঁহাতিরা বেশি ক্রিয়েটিভ কিংবা শিল্পমনা!


এ ব্যাপারে মনোরোগ চিকিৎসক ডা. রাজীব মেহতা জানালেন, বাঁহাতি তুলনা মূলকভাবে বেশিই শৈল্পিক হয়। আবার অনেক তারকা খেলোয়াড়ও পাবেন যারা সবাই বাঁহাতি।


এখন 'ইন্ডিয়ান লেফটহ্যান্ডা'র ক্লাবে বলিউড তারকা'সহ ১০ লাখ মেম্বার আছে। পরিচালক করন জোহর নাকি দিবসটিতে বলিউডের বাঁহাতি তারকাদের নিয়ে পার্টিও দেন।

হলিউড ও বলিউডের বাঁহাতি তারকারা হলেন কিয়ানু রিভস, ব্রুস উইলিস, ওয়েন উইলসন, হিউ জ্যাকম্যান, পিয়ার্স ব্রসন্যান, অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সানি লিওন।


বাংলাদেশে নব্বইয়ের দশকে ঢালিউডের দাপুটে নায়ক ওমর সানি ও ক্রিকেটার সাকিব আল হাসান'সহ অনেকেই এই দলে আছেন।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh