• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দর্শক টানছে 'ক্রাইম রোড'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৭, ০৮:৫১

গেলো শুক্রবার ৭০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সায়মন তারিক পরিচালিত 'ক্রাইম রোড' ছবিটি। এখনকার রাজনৈতিক পরিস্থিতি, তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এবং এসবের বিরুদ্ধে সোচ্চার হবার ঘটনাগুলো উপজীব্য করে ছবির গল্প।

প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির। আরো অভিনয় করেছেন শরীফ চৌধুরী, অমিত হাসান, সাদিয়া আফরিন, রুমাই নোভিয়া।

এ ছবির গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন আলী আকরাম। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, সানজিদা রুমা, খেয়া, প্রতীক হাসান, লুইপা, রুপম।

অ্যাকশন নির্ভর ছবিটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে দাবি প্রযোজনা প্রতিষ্ঠানের।

ছবিতে নতুন রূপে মিলনের অভিনয় দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে। অন্যদিকে বিপাশা কবিরের ভিন্নধর্মী অভিনয় প্রশংসিত হয়েছে।

গেলো শুক্রবার সনি, চম্পা কলি হল হাউজফুল ছিল। ঢাকার বাইরেও এখন পর্যন্ত ভালো চলছে ছবিটি।

তবে ছবিটি শেষ পর্যন্ত কতোটা ব্যবসা করতে পারে তা জানার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh