• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ছবিতে 'আঁধার কাটুক হাজার আলোয়'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৭, ১৩:২২

'আঁধার কাটুক হাজার আলোয়' স্লোগানে গণহত্যা দিবসে দ্বিতীয়বারের মতো ২৫ মার্চে রাত ১২ টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদীপ প্রজ্জ্বলন করলো আরটিভি পরিবার।

শনিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে দেশীয় সঙ্গীতের দলীয় পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুর হয় এ অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগসহ আরো অনেকে।

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাটি মিলনমেলায় পরিণত হয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য বেগম নূরজাহান মুক্তা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানসহ দেশের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে জ্বললো হাজারো প্রদীপ শিখা।

একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী। 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকার বুকে চালানো হয় নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ।

১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে কালোরাত। রক্তে ভিজে যায় রাজপথ। ঝরে পড়ে অজস্র নিষ্পাপ প্রাণ। হানাদার বাহিনীরই এক সদস্য পরে তার বইয়ে লিখেছেন, ঢাকায় সেই রাতে নরকের দরজা খুলে গিয়েছিল।

এদিনটিকে এবার জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার ছিল বিভীষিকার রাত। সেই কালোরাতের শহীদদের স্মরণে মধুমতি ব্যাংক নিবেদিত আরটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ আয়োজন করে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh