• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দিতির 'আলোছায়া'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৭, ১৮:২৫

জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২০ মার্চ। এবার স্বাধীনতা দিবসের বিশেষ নাটকে দেখা যাবে দিতিকে।

চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় 'আলোছায়া' নাটকটি এনটিভিতে রোববার দুপুর ১২টা ২০ মিনিটে দেখানো হবে।

নাটকে আরো অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান ও সৈয়দ হাসান ইমাম।

গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন রাশেদ চৌধুরী। বিয়ে হয়েছিল, কিন্তু টেকেনি। মাকে নিয়ে তার সংসার। ফেসবুকের মাধ্যমে রাশেদের সঙ্গে পরিচয় হয় অপরাজিতার। সুইডেনের এক পরিবার যুদ্ধের সময় অপরাজিতাকে বাংলাদেশ থেকে দত্তক নিয়েছিলেন তিনি।

অপরাজিতা কখনোই বাংলাদেশে আসেনি। রাশেদের সাহায্যে সে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে খুঁজে পায় বীরাঙ্গনা মা সুফিয়া খাতুনকে।

অথচ পৌঁছানোর ঠিক দু'দিন আগে মারা যায় মা। সুইডেনে ফিরে যাবার সময় হয় অপরাজিতার। এবার রাশেদ তার বীরাঙ্গনা মায়ের গল্প শোনায়।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh