• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বকুলতলায় ‘বঙ্গবন্ধু উৎসব’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৭, ১৮:২৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে 'বঙ্গবন্ধু উৎসব'। শুক্রবার সকালে বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, নাট্যব্যক্তিত্ব এনামুল হক। আরো উপস্থিতি ছিলেন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, লিলি ইসলাম, বাঙালী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশারসহ আরো অনেকে।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাঙালি জোটের সভাপতি চয়ন ইসলাম। উৎসব যৌথভাবে উপস্থাপনা করেন আনজাম মাসুদ ও মৌসুমী বড়ুয়া।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, 'শেখ মুজিবুর রহমানের ঘোষণায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের মধ্য দিয়ে একটি নতুন দেশের সূচনা হয়। তার নাম বাংলাদেশ। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম হয়। দিনটি জাতীয় শিশু দিবসও।'

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা তার পরবর্তী প্রজন্ম তার স্বপ্নের বাস্তবায়ন করেই ছাড়ব। সেই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনার নের্তৃত্বে এগিয়ে চলেছি।’

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আজ যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আঁকছে, তারা কেউ এর কিছুই দেখেনি। অথচ তাদের মনের পটে আঁকা আছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চিত্র। তাই নিয়ে তারা আঁকছে।’

উৎসবের প্রথমপর্বে ছিল আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তি নিয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, শিল্পীদের অংশগ্রহণে নাচ আর গান। সাংস্কৃতিক আয়োজনে ছিল মনোমুগ্ধকর সব পরিবেশনা। বাঙালী সাংস্কৃতিক জোটের শিল্পী ও উপস্থিত সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এ পর্ব।

দিনব্যাপি এ আয়োজনে বিকালে দ্বিতীয় পর্বের থাকছে প্রধান অতিথি ছিলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোচনাশেষে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh