• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হলিউড না, নোয়াখালীতে বিবিসি’র প্রামাণ্যচিত্রের শুটিং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৭, ১৭:২৭

বাইরের দেশের সিনেমার শুটিং হচ্ছে নোয়াখালীতে! গেলো রোববার ওই শুটিংয়ের বেশকিছু ছবি অনলাইনে ভাইরাল হয়। দেশীয় চলচ্চিত্র নিয়ে তৈরি বিভিন্ন ফেসবুক পেইজেও ছড়িয়ে পড়ে স্থিরচিত্রগুলো।

প্রাথমিকভাবে স্থানীয়রা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশনে ‘হলিউড সিনেমা’র দৃশ্যধারনের কাজ হয়।

তবে মঙ্গলবার বিবিসি’র এক সদস্য আরটিভি অনলাইনকে জানালেন, নোয়াখালীতে হলিউড না, বিবিসি’র প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে। কেউ হয়তো না বুঝেই ‘হলিউড সিনেমা’র শুটিং বলে ভুল ব্যাখ্যা দিয়েছেন।

জানা গেছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ওই প্রামাণ্যচিত্র। যেখানে বিনিতা ভৌমিক রায় নামে এক নারীর জীবনী উঠে আসবে।

১৯৪৭ সালে লহ্মীপুর জেলার মান্দারী এলাকায় হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয়। দাঙ্গা থেকে রক্ষা করতে ওই এলাকার বাসিন্দা বিনিতা ভৌমিক রায়কে এক ব্যক্তি চৌমুহনী রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন।

বিনিতা ট্রেনে করে কলকাতার উদ্দেশে রওনা দেন। কিন্তু কলকাতায় না নেমে লন্ডনে পাড়ি জমান। তারপর সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন। পরবর্তীতে ওই এলাকায় চিকিৎসক হিসেবে ভালো সুনাম অর্জন করেন। তারই জীবন কাহিনি দেখানো হবে এ প্রামাণ্যচিত্রে।

হলিউড সিনেমার শুটিং নোয়াখালীতে

এইচএম /ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh