• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নারীর আলোয় আলোকিত

মুক্তা মাহমুদ

  ১০ মার্চ ২০১৭, ১১:০৮

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চমবারের বারের মতো আরটিভি আয়োজিত ‘জয়া-আলোকিত নারী-২০১৭’ সম্মাননা পেলেন, বিশিষ্ট ৮ নারী। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেয়া হয়।

বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাঁকালো আয়োজনের মধ্যে এ সম্মাননা তুলে দেয়া হয়। সুরে ছন্দে আনন্দে নারী। নারীর আলোয় আলোকিত বিশ্ব। বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছে নারী। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব জায়গায় তাদের অর্জন বিস্ময়কর। নারীর অনবদ্য অবদানকে স্বীকৃতি দিতেই আরটিভির এমন আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধনে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, নারী উন্নয়নের রোল মডেল। একটি সুন্দর প্রগতিশীল সমাজ নির্মাণে সব সময়ই কাজ করেছে আরটিভি। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি দেয়া তারই ধারাবাহিকতা। আর তারই ধারাবাহিকতায় দেয়া হয় নারীদের সম্মাননা।

এবার যে আটজন মহিয়সী নারীকে ‘জয়া আলোকিত নারী-২০১৭’ সম্মাননা জানানো হয় তারা হলেন- অধ্যাপক মাহফুজা খানম, ফরিদা পারভীন, লুনা সামসুদ্দোহা, সুজাতা আজিম, জোবেরা রহমান লিনু, সাজেদা বেগম, সওগাত নাজনীন খান এবং মিলি বিশ্বাস। সম্মাননা পেয়ে তারা একে একে তাদের ভালোলাগার অনুভূতির কথা জানান।

আর তাদের এ সাফল্যে অভিনন্দন জানান, বিশিষ্ট জনেরা। নারীর সাফল্যের স্বীকৃতি দিতে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে জোর দিলেন, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান।

অনুষ্ঠানে নারীদের এমন সাফল্য ধরে রাখতে, পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান, আরটিভি’র ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ হলে, তার পথচলা আরো সহজ হবে। প্রতিবন্ধকতা মোকাবেলা করতে পাশে থাকবে, পরিবার-সমাজ-রাষ্ট্র। এমন প্রত্যাশা সবার।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh