• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অস্কার জিতলেন মুসলিম অভিনেতা মাহারশালা আলী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫০

৮৯তম অস্কারের আসরের প্রথম পুরস্কার জিতেছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহারশালা আলী। তিনিই প্রথম মুসলিম অভিনেতা, যে কিনা বিশ্ব চলচ্চিত্রের সবচে' দামী পুরস্কার জিতলেন।

এ অভিনেতা 'মুনলাইট' সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতলেন।

তার সঙ্গে এ বিভাগে আরো মনেনয়ন পেয়েছিলেন- জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব পাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।

আর 'ফেনসেস' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভিওলা ডেভিস।

এই বিভাগে তার সঙ্গে আরো মনোনয়ন পেয়েছিলেন- নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেনসার (হিডেন ফিগারস), ও মিশেলে উইলিয়ামস (মানচেস্টাইর বাই দ্য সি)।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh