• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হচ্ছে: মঞ্জু

খুলনা প্রতিনিধি

  ১৫ মে ২০১৮, ১০:৩৫

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এসময় নজরুল ইসলাম বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের মারধর করা হচ্ছে। তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। ২২, ২৫, ৩০, ৩১ ও ৩২ নম্বরসহ অন্তত ৩০টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের করে দেয়ার কথা জানান তিনি। এর মধ্যে ৩২নং ওয়ার্ড আওয়ামী প্রার্থীর এলাকা বলেও জানান মঞ্জু।

তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে এসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই প্রার্থী বলেন, কেবল শুরু। আমি এখনই কোনো সিদ্ধান্ত নেব না। শেষ পর্যন্ত দেখব।

তিনি আরও বলেন, কোনো কেন্দ্রেই ভোটাররা শঙ্কামুক্ত নন। আমার এজেন্ট ও লোকজনও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

মঞ্জুর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, কেবলই ভোট শুরু হলো। কোনো অস্বাস্থ্যকর পরিবেশ দেখিনি। এরইমধ্যে বিএনপি অভিযোগ করে বসল। এর মধ্যে নিশ্চয় কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে।

তিনি আরও বলেন, এই নির্বাচন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নগরবাসীর জন্য আমি যে স্বপ্ন দেখেছি, সেটি পূরণে শেষবারের মতো অবশ্যই তারা আমাকে সুযোগ দেবেন।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • সিটি করপোরেশন নির্বাচন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
অবন্তিকার আত্মহত্যা মামলায় সহপাঠী আম্মানের জা‌মিন নামঞ্জুর
অবন্তিকার আত্মহত্যা : জবির সাবেক সহকারী প্রক্টরের জামিন নামঞ্জুর
জামিন মঞ্জুর হয়নি, সেই ৫ আইনজীবী কারাগারে
X
Fresh