• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৪

সাঁতার কেটে সিঙ্গাপুরে ঢোকার সময় দুই বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় সিঙ্গাপুরের অভিবাসন ও চেকপয়েন্ট অথরিটি (আইসিএ) ও কোস্টগার্ড পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

দু’জনেরই বয়স ৩৬ থেকে ৩৭ বছরের মধ্যে। আইসিএ’র ওয়েবসাইটে দুই বাংলাদেশির ছবি প্রকাশ করা হলেও তাদের নাম পরিচয় জানানো হয়নি।

পুলিশ ও আইসিএ’র যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরে বস্তু কিছু ভাসতে দেখে কোস্টগার্ডের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে।

আটককৃতদের ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বা ভিসার মেয়াদের বেশি সময় থাকার অভিযোগ প্রমাণ হলে তাদের ছয় মাসের জেল ও কমপক্ষে তিনবার বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

এফএস/এআর

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh