• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জানুয়ারি ২০১৭, ২০:৩৫

নিউজিল্যান্ড সফরে সতীর্থদের ব্যর্থতার মিছিলেও সমহিমায় উজ্জ্বল বাংলাদেশ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার পুরস্কারও হাতেনাতে পেলেন কাটার মাস্টার। সবশেষ প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের।

কিউইদের বিপক্ষে ধবলধোলাই হওয়া ৩ ওয়ানডের দু’টিতে খেলেন মুস্তাফিজুর রহমান। সবমিলিয়ে পান ৪ উইকেট। সেই সুবাদেই বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এলেন চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা বাঁহাতি পেসার।র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে পেসার তাসকিন আহমেদেরও। ৮ ধাপ এগিয়ে তিনি আছেন ৭৮তম স্থানে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারেরও।১৬ ধাপ এগিয়ে তার অবস্থান ৩৪তম স্থানে।

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের। ৩৭ ধাপ এগিয়ে তিনি আছেন ১৩৩ নম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও দলীয় র‍্যাঙ্কিংয়ে ৭ম স্থানেই আছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট কমেছে। আর কিছু কমলে পাকিস্তান সঙ্গ ধরে ফেলবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh