• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না সু চি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এ অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেয়ার বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম ইররাওয়াদ্দি বিষয়টি নিশ্চিত করেছে।

ইউ কিউ জেয়ার বলেন, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগ দেয়ার কারণে স্টেট কাউন্সিলরের বদলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমার সরকারকে প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউঙ্গ তুন এতে যোগ দেবেন। অধিবেশনে অং সান সু চি’র নেতৃত্বে মিয়ানমারের প্রতিনিধি দল যোগ দেবার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

গেলো মাসে রোহিঙ্গা বিদ্রোহীদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) বেশ কয়েকটি পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এতে ১২ জন পুলিশ সদস্য নিহত হয়।

পরে দেশটির রাখাইন প্রদেশে সেনা অভিযানে রোহিঙ্গা সম্প্রদায়ের কয়েকশ মানুষ নিহত হয়।গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেয় দেশটির সরকারি বাহিনী।

এরপর হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ পালিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে। এদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে নদী ও সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে শতাধিক নিহতের ঘটনা ঘটে।

জাতিসংঘের মতে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ উপকূলে অবস্থান নিয়েছে। চলমান এ ইস্যুতে মুসলিম বিশ্বসহ পশ্চিমা বিশ্বের নেতাদের তোপের মুখে পড়েন শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি। শুধু তাই নয় বিশ্বজুড়ে তার নোবেল পুরস্কারও ছিনিয়ে নেবার দাবি উঠে।

এদিকে সোমবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন জাতিগত নির্মূলের চূড়ান্ত উদাহরণ বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিভাগ।

জেনেভায় মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিয়াদ রা'দ আল হুসেইন জানান, রোহিঙ্গাদের ওপর নির্মম এ হত্যাচার স্পষ্ট বৈষম্য যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জিয়াদ বলেন, আমি দেশটির সরকারকে চলমান সহিংস মিলিটারি অপারেশন বন্ধ করার আহ্বান জানিয়েছি। বর্তমান পরিস্থিতি দেখলে বুঝা যায় এ নির্যাতন জাতিগত নির্মূলের চূড়ান্ত উদাহরণ।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh