• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ড্রয়িং ক্লাসে রোবট (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৭, ২১:৫৫

একটি ড্রয়িং ক্লাস। তবে এ ক্লাসে যারা রয়েছে সবাই রোবট।

এই রোবটগুলো তাদের ড্রয়িং ক্লাস শুরু করতে যাচ্ছে। তারা শিখছে কিভাবে নিজেকে কাজ উপযোগী করতে হয়। আরো শিখছে কিভাবে গণনা করতে হয়, কিভাবে লম্ব আঁকতে। তারপর শিখছে কিভাবে কর্ণ আঁকা হয় । এরপরে তারা ট্যালি আঁকা শিখছে।

রোবটগুলো তৈরি করা হয়েছে ক্যামেরা হেড আর চলমান বাহু দিয়ে। তারা যোগাযোগ রক্ষা করে ‘মরস কোড’র মাধ্যমে।

অবাক করার মতো রোবটগুলোর আবিষ্কারক প্যাট্রিক ট্রেসেট৷ ট্রেসেট ফরাসি৷ শিল্পকলা ও প্রযুক্তি, চিরকালই এ দু'টি ব্যাপারে ট্রেসেটের দারুন আগ্রহ৷ তথ্য-প্রযুক্তি নিয়ে পড়াশুনো করার পর তিনি ছবি আঁকা শুরু করেন৷

একটি মানসিক রোগের চিকিৎসার সময় হঠাৎ নিজের হাতে আঁকার ইচ্ছে চলে যায় প্যাট্রিক ট্রেসেটর। কাজেই আঁকার কাজটা আজ তিনি রোবটদের হাতেই ছেড়ে দেন৷

শিল্পী ও বিজ্ঞানী প্যাট্রিক ট্রেসেট বলেন, সব কিছুতেই তো কম্পিউটার টেকনোলজি ব্যবহার করা হয়৷ শিল্পকলাতেই বা হবে না কেন? রোবটদের ব্যাপারটা একটু স্পেশাল হলেও, এমনিতেই বহু শিল্পী নানানভাবে কম্পিউটার ব্যবহার করে থাকেন৷ কম্পিউটার তো শুধু একটা কাজের জিনিস৷ বর্তমানে অসংখ্য শিল্পী তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আত্মপ্রকাশ করছে।

এপি

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh