• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরলে কর্মসংস্থান : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৩:২০

যারা সন্ত্রাস জঙ্গিবাদ ও চরমপন্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে ঢাকায় কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, অন্যায়ের পথ থেকে ফিরে এসে শুধু আত্মসমর্পণ করলেই হবে না। তাদের জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে। যাতে তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারে।

তিনি বলেন, জঙ্গি সন্ত্রাসীরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই জন্যে আমরা কাজ করছি। এরই মধ্যে যে আত্মসমর্পণের তালিকা করা হয়েছে তাদের আর্থিক ভাবে সহায়তা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসা মানুষগুলো যে ধরণের কাজ করতে চায় তাদের সব রকম সহায়তা করা হবে। আমরা চাই প্রতিটা মানুষ সুন্দর ভাবে বেঁচে থাকুক। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।

একটি মানুষকেও বাহিরে রেখে দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়। আর সেই জন্যে জঙ্গিদের আত্মসমর্পণ করার পর ছেড়ে দিলে হবে না। তাদের প্রতিষ্ঠিত করতে হবে।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh