• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মানহীন টেস্টিং কিট দিয়েই চলছে রক্ত পরীক্ষা

আরাফাতুর রহমান

  ২০ মার্চ ২০১৭, ১১:৫৭

দেশে বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারের রক্ত পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে মানহীন টেস্টিং কিট। চীন থেকে বানিয়ে এনে ‘মেড ইন আমেরিকা’লিখে বাংলাদেশে বিক্রি হচ্ছে এসব র‌্যাপিড টেস্টিং কিট। এ ধরণের কিট দিয়েই চলছে, রক্তের ছয় রকমের টেস্ট। চীনের যে প্রতিষ্ঠান এ র‌্যাপিড টেস্টিং কিট বানাচ্ছে, সেই প্রতিষ্ঠানই বাংলাদেশে তিনটি নামে তিন কোম্পানির মাধ্যমে এসব কিট বাজারজাত করে। বাংলাদেশ ওষুধ প্রশাসনের অনুমোদনবিহীন মানহীন এসব কিট বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও অবাধে চলছে এ অবৈধ কিট বাণিজ্য।

এসব পণ্য কোথায় বানানো হয়েছে, তার কোনো ঠিকানা নেই। জানার উপায়ও নেই কারা কীভাবে তা আমদানি করছে। এমন কী আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী কোনো প্রতিষ্ঠানের অনুমোদনও নেই এসব র‌্যাপিড টেস্টিং কিটে।

এ বিষয়ে ওষুধ প্রশাসনের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা থাকলেও, আদালতের স্থগিতাদেশ নিয়ে এরা ঠিকই ব্যবসা করছেন।

এদিকে চিকিৎসা সরঞ্জামের বেচাকেনায় আরেক জালিয়াতি চলছে রক্তচাপ মাপার যন্ত্রের নামে। রাজধানীর বিএমএ মার্কেট ও বাবুবাজারে এ মেশিন তৈরি করে সিল মারা হচ্ছে ‘মেড ইন জাপান’। এছাড়া চীনে তৈরি যন্ত্রেও লেখা থাকে জাপানের নাম।

বিশেষজ্ঞদের মতে, এ ধরণের টেস্টিং কিটের ভুল রিপোর্টের কারণে আরো বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন রোগীরা।

তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরেরও এ বিষয়গুলো জানা আছে। মাঝে-সাঝে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও। কিন্তু এ অভিযান কতোটুকু কার্যকর হচ্ছে সেটাই এখন প্রশ্ন।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh