• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ মানেই রানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৭, ১২:২১

রাজ পরিবারের রাজা বা রানি মারা গেলে তা জানানো হয় কোন বিশেষ সংকেত বার্তার মাধ্যমে। সংকেতটি ঠিক করেন রাজপরিবারের সদস্যরাই। বাইরের কারো পক্ষে এ সংকেত জানা সম্ভব হয় না।

রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন নব্বই। তাই তিনি মারা গেলে কি সংকেত ব্যবহার করা হবে তা ঠিক করে ফেলেছেন রাজপরিবারের সদস্যরা।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাজপরিবারের ঠিক করা সে সংকেত ফাঁস হয়ে গেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ এ সংকেতটি ব্যবহার করা হবে রানির মৃত্যু সংবাদ জানানোর জন্য। এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর।

রাজপরিবারের নিয়ম অনুসারে, রাজা বা রানির মৃত্যু হলে প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করে ওই সঙ্কেত বার্তা জানাবেন রানির ব্যক্তিগত সচিব। তারপর সব কমনওয়েলথ রাষ্ট্রে খবর যাবে। সবশেষে জানানো হবে সংবাদমাধ্যমকে।

আসছে মাসে ৯১ বছরে পা দেবেন রানি এলিজাবেথ। এর আগেই ফাঁস হয়ে গেলো তার মৃত্যুর সংকেতবার্তা। এর ফলে সংকেত হিসেবে ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ আর ব্যবহার করা হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh