• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওবায়দুল কাদেরের হেলিকপ্টারের জরুরি অবতরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৭, ১৩:২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জরুরি অবতরণ করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভায় যোগ দিতে ওবায়দুল কাদের ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিলেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, আব্দুল জলিলের স্মরণসভায় যোগ দিতে হেলিকপ্টারে করে নওগাঁ যাচ্ছিলেন তারা। আবহাওয়া খারাপ থাকায় পাইলট দিক নির্ণয় করতে না পেরে হেলিকপ্টারটি তাড়াশের দেশীগ্রামে জরুরি অবতরণ করে। ৪৫ মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা করে।

এ খবর শুনে গ্রামবাসী ও স্থানীয়রা নেতারা ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস।

তারা বলেন, মন্ত্রী তাদের সঙ্গে সৌহাদ্যপূর্ণ আলাপ করেছেন। এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh