• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘পানির অস্তিত্ব আছে নতুন ৭ গ্রহে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৭, ২৩:৪৫

সৌরজগতের নিকটবর্তী নক্ষত্রকে ঘিরে ঘূর্ণায়মান ৭টি গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদের আকৃতি পৃথিবীর মতোই। এ গ্রহগুলোতে তরল পানির অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করছেন নাসার গবেষকরা।

টেলিভিশন চ্যানেল সিএনএনে প্রচারিত আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান নাসার গবেষকরা। ৭টি গ্রহের আবিষ্কারের নানা দিক নিয়ে কথা বলেন তারা।

নাসার গবেষক মিখাইল বলেন, প্রথমবারের মতো এক সঙ্গে এতোগুলো গ্রহ আবিষ্কার করা হয়েছে।

তবে এর মধ্যে প্রথম গ্রহ ট্রাপিস্ট-১ এর খোঁজ পাওয়া গেছে ২০১৬ সালে।

তিনি আরো বলেন, এ গ্রহগুলো গলফ বলের সঙ্গে তুলনা করা যায়। সেক্ষেত্রে সূর্যকে মনে করতে হবে একটি বাস্কেটবল।

তবে এ গ্রহগুলো অনেক শীতল এবং একে অপরের অনেক কাছাকাছি।

এ গ্রহগুলো আবিষ্কার করতে নানা ধরনের টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে বলে জানান গবেষকরা।

গেলো ২২ ফেব্রুয়ারি নতুন ৭টি গ্রহ আবিষ্কারের ঘোষণা দেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। ৭টি গ্রহ পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে নক্ষত্রকে ঘিরে আবর্তন করছে। নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ও বেশ কয়েকটি ভূমিভিত্তিক পর্যালোচক সংস্থা এসব গ্রহের সন্ধান পেয়েছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh