• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দিনভর সূচকের মিশ্র প্রবণতা শেষে শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন। রোববার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,১৬৫ পয়েন্টে। পাশাপাশি লেনদেন হয়েছে ৬৬২ কোটি টাকা। গেলো কার্যদিবসে যা ছিল ৭৮০ কোটি ৫৭ লাখ টাকা।

এ দিন লেনদেনের শীর্ষে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩৯ কোটি ৫৬ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংক লিমিটেড ৩২ কোটি ২৩ লাখ টাকা, তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক ২৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া যমুনা ব্যাংক ২৩ কোটি ২৪ লাখ, এক্সিম ব্যাংক ১৭ কোটি ৯৪ লাখ টাকা, সামিট পাওয়ার ১৭ কোটি ৮৫ লাখ টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৫ কোটি ৩৯ লাখ টাকা, লংকাবাংলা ফিন্যান্স ১৫ কোটি ১৭ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক ১৫ কোটি ৪ লাখ টাকা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এদিন ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৮টি, কমেছে ২০৭টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দুই ঘণ্টায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৪১ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • শেয়ারবাজার এর পাঠক প্রিয়
X
Fresh