• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় প্রথমবারের মতো বাইকপ্রেমীদের কার্নিভাল শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৭, ১৮:২৯

শুক্রবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দু'দিনব্যাপী 'ঢাকা বাইক কার্নিভাল ২০১৭ '।

বাংলাদেশে প্রথমবারের মতো এর আয়োজন করেছে বাইকবিডি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইয়ামাহা।

আয়োজনে আছে কার্নিভালে বাইক র‍্যালি, বাইক গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, মাইলসসহ অনেকে।

অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে ভারত থেকে আগত লেডি বাইকার গ্রুপ মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে।

এরই মধ্যে এই বাইক কার্নিভালকে ঘিরে তরুণদের মধ্যে সাড়া ফেলেছে।

গণমানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এসিআই মটরস বিভিন্ন সময়ে নানা ধরনের ইভেন্ট আয়োজন করে।

এর মাধ্যমে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের সাথে আত্মিক মিল বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এসিআই মটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের ডিস্ট্রিবিউটর।

বাংলাদেশের স্বনামধন্য এসিআই কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে।

বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৩৪টিরও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • সংবাদ এর পাঠক প্রিয়
X
Fresh