• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জেট ডটকমকে কিনছে ওয়ালমার্ট

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ২০:৪৫

অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জেট ডটকমকে ৩০০ কোটি ডলারে কিনে নিচ্ছে ওয়ালমার্ট। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। ই-কমার্স জগতে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় প্রতিষ্ঠান কেনার ঘটনা।

সোমবার টেকক্রন্চ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, মাত্র দুই বছর আগে যাত্রা করে জেট ডটকম। এরই মধ্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে প্রতিষ্ঠানটি। তবে কি কারণে মার্কিন খুচরা প্রতিষ্ঠান ওয়ালমার্টের কাছে এটি বিক্রি হচ্ছে তা স্পষ্ট নয়।

প্রতিবেদনে আরো বলা হয়, বিক্রি হলেও জেট ডটকমের দায়িত্ব পালন করবেন এর প্রধান নির্বাহী মার্ক লোর। পাশাপাশি ওয়ালমার্টের ই-কমার্স দেখাশোনাও করবেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এ পদক্ষেপ নিল ওয়ালমার্ট।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh