• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে পাক-ভারতকে ছাড়ালো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫০

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৮৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম। গেলো বছর যা ছিল ১৩৭তম। যেখানে ভারতের অবস্থান ১৪৩তম আর পাকিস্তান ১৪১তম। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ২৮তম।

আমেরিকান থিংক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন এবং ওয়াল স্ট্রিট জার্নাল যৌথভাবে ২০১৭ সালের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের সূচকে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে অতিক্রম করে ৫৫ পয়েন্ট অর্জন করেছে। যা গত বছরের চেয়ে ১.৭ পয়েন্ট বেশি।

অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে হংকং। দেশটির প্রাপ্ত স্কোর ৮৯.৮ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এ দেশটির প্রাপ্ত স্কোর ৮৮.৬ পয়েন্ট। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড এবং চিলি। এ সূচকে ১৭তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ১১১তম অবস্থানে রয়েছে চীন। তবে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ১১২তম শ্রীলঙ্কা, ১১২তম ভুটান ও ১২৫তম নেপালের চেয়ে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh