• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নতুন ভবনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

অনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।

বিএসইস’র নতুন অফিস ‘সিকিউরিটিজ কমিশন ভবন’ আঁগারগাও ই-৬/সি শের-ই-বাংলা নগরে নেয়া হয়েছে।

গেলো ৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবনির্মিত এ ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শূন্য দশমিক ৩৩ একর জমির ওপর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি টাকা। ২০১৩ সালের ২৪ নভেম্বর শেখ হাসিনাই এ ভবনের ভিত্তিপ্রস্তর বসান। নকশা অনুযায়ী, দশ তলা এ ভবনের মোট আয়তন ৮৯ হাজার ২৫০ বর্গফুট।

বিএসইস’র নিজস্ব অফিস ছাড়াও আন্তর্জাতিক মানের কনফারেন্স হল, বিশেষ ট্রাইব্যুনালের বিচারের এজলাস, লাইব্রেরি, ডে-কেয়ার সেন্টার ও ক্যান্টিন রয়েছে এ ভবনে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh