• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম থেকে ৭ জন পেলেন সিআইপি কার্ড

অনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫

বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা ২০১৪ অনুযায়ী ৫টি ক্যাটাগরীতে সরকার ৫৬ জন ব্যক্তিকে সিআইপি কার্ড দিয়েছে।

রোববার রাজধানীর হোটেল পূর্বাণীতে ২০১৫ সালের নির্বাচিত শিল্প উদ্যোক্তাদের হাতে এ কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জানা গেছে, ৫৬ জনের মধ্যে ৭ জনই চট্টগ্রামের ব্যবসায়ী।

তারা হলেন, শোর টু শোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজি ইউনুছ আহমদ, বিএসআরএম'র ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন, ইউনিভার্সেল জিন্স লিমিটেডের নাছির উদ্দিন, ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইল এ্যান্ড হোসিয়ারী মিলস’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, সুপার রিফাইনারী প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমদ ও প্যাসিফিক জিন্স লিমিটেডের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানবির, কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh