• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৫৬ ব্যক্তিকে দেয়া হলো সিআইপি কার্ড

অনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১২

শিল্প খাতে অবদান রাখায় ৫৬ ব্যক্তি পেলেন (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ) সিআইপি কার্ড।

রোববার রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেন।

বেসরকারিখাতে শিল্প স্থাপন,পণ্য উৎপাদন,কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ তাদের সিআইপি নির্বাচন করা হয়।

২০১৫ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত ৪৯ জন এবং পদাধিকার বলে ৭ জন শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠান সিআইপি (শিল্প) পরিচয়পত্র পেয়েছেন। এদের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২৫ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১৫ জন, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৫ জন, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ২ জন, কুটির শিল্প ক্যাটাগরিতে ২ জন রয়েছেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে সরকার বিভিন্ন খাতের শিল্পের জন্য নির্ধারিত জায়গা দিয়েছে।এরইমধ্যে ওযুধ শিল্পের জন্য মুন্সিগঞ্জে জায়গা দেয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক, হালকা প্রকৌশল ও কেমিক্যাল শিল্পের জন্য মুন্সিগঞ্জে আলাদা শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh