• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৩শ’ টাকায় গরুর মাংস!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৩

৪২০ টাকা কেজির গরুর মাংস এবার পাওয়া যাবে ৩০০ টাকায়! বললেন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, এ জন্য ভারতীয় গরু আমদানি নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে চাঁদাবাজি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় রবিউল বলেন, ভারতীয় গরু আমদানির ব্যবস্থা ঠিক করা হলে ৩০০ টাকা কেনো, আরো কম দামেও মাংস আমরা শহরবাসীকে সরবারহ করতে পারবো।

তিনি বলেন, দাবি-দাওয়া মেনে না নেয়া হলে সারাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে। মানা হলে ধর্মঘটের আর কোনো প্রয়োজন নেই।

গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গেলো সোমবার থেকে শুরু হওয়া এ ধর্মঘট শেষ হবে শনিবার।

এইচএম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh