• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আটকে আছে ৩২ হাজার কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩

অনাদায়ী রাজস্ব আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি’তে (এডিআর) প্রায় ৩২ হাজার কোটি টাকা রাজস্ব আটকে রয়েছে। যদি আসছে ৩ বছরে ১৫ হাজার কোটি টাকা আদায় না হয় তাহলে এর প্রভাব দেশের বাজেটে পড়বে। বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে এনবিআর আয়োজিত উপ-কর কমিশনার সম্মলনে তিনি এসব কথা বলেন ।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ বলেন, এডিআর সম্পর্কে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ধারণা স্পষ্ট নয়। মামলায় হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করে। ফলে দীর্ঘদিন মামলাগুলো পড়ে থাকে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকার কর কমিশনার মো. আলমগীর হোসেন।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh