• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রিজার্ভ উদ্ধারে নিউ স্টেজে যেতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭

অনেকদিন তো হয়ে গেলো। অথচ এখনো পুরো অর্থ উদ্ধার হলো না। তাই রিজার্ভ উদ্ধারে নিউ স্টেজে যেতে হবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার বিকেলে সচিবালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিমত চেয়েছি। তাদের অভিমত পেলে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই।

গেলো বছরের এ দিনে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এক বছরে মাত্র ১ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। উদ্ধার হয়নি সাড়ে ৬ কোটি ডলার। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার রহস্যও উদঘাটন করা সম্ভব হয়নি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একাধিকবার কয়েকজন জড়িত এমন সন্দেহের কথা বললেও এখন পর্যন্ত সুস্পষ্ট কারো নাম জানায়নি।

অন্যদিকে, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলেও বারবার সময় দিয়েও তা প্রকাশ করা হয়নি।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh