• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিজার্ভ চুরি: রিজাল ব্যাংককে ২ কোটি ডলার জরিমানা

অনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৬, ২১:০৩

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, নজরদারি পদক্ষেপের অংশ হিসেবে ওই জরিমানা করা হয়েছে। দেশের ইতিহাসে কোনো ব্যাংককে এটিই সবচেয়ে বড় জরিমানা।

আরসিবিসি জানায়, এক বছরে দুই ধাপে এই জরিমানার অর্থ পরিশোধ করা হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল চুরি যাওয়া অর্থ উদ্ধারে এখন ম্যানিলায় অবস্থান করছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতেরতে রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি যাওয়া অর্থের মধ্যে দেড় কোটি ডলার ফেরত পেতে যাচ্ছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের (ফেড) অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh