• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ড. ইউনূসের কর-সুবিধা তদন্ত হওয়া উচিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:৫০

গ্রামীণ ব্যাংকের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেয়া কর সুবিধা তদন্ত হওয়া উচিত। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, তিনি যে, কর-সুবিধা নিয়েছেন, এটা অবৈধ। এটি তদন্ত হওয়া উচিত।

বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তিনি ট্যাস্কও দেন না, কোথা থেকে এলো টাকা? এটা দেখার দায়িত্বর অর্থমমন্ত্রীর।

২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। কারণ দেখানো হয় তার অবসর বয়সসীমা পেরিয়ে যাওয়া। পরে আইনি লড়াইয়েও হেরে যান ইউনূস।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh