• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে রিজাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৪৬

রিজাল ব্যাংক চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে। তারা এটা করতে পারে না। টাকার মালিককে তা ফেরত দিতেই হবে। তাদের এটিচিউড গ্রহণযোগ্য না। রিজার্ভের অর্থ আদায়ের আগে প্রতিবেদন প্রকাশ করা হবে না। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিজের দায় এড়িয়ে কেউ প্রতিবেদন থেকে সুবিধা পাক-তা আমি চাই না।

গেলো বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) চুরি হয়। এর মধ্যে ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে।

বাংলাদেশ ব্যাংক জানায়, শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে। আর ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। সেই হিসাবে দেশটির কাছে আরো ৬ কোটি ৫৮ লাখ ডলার পাওনা রয়েছে।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আরসিবিসির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ফিলিপাইন অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল মামলা করে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh