• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৫ বছরে প্রবৃদ্ধি ১০ শতাংশ করা সম্ভব

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪

৬ শতাংশ প্রবৃদ্ধির মধ্য থেকে বের হয়ে ৭ শতাংশে পৌঁছেছি। আগামী ৫ বছরে প্রবৃদ্ধি ১০ শতাংশ করা সম্ভব। দেশ এখন উন্নয়নের রোল মডেল। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার কুয়াকাটায় তিন দিনব্যাপী মেগা বিচ কার্ণিভাল-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কার্ণিভালটির আয়োজন করেছে।

গেলো মঙ্গলবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে চলতি অর্থ বছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আভাস দেয়।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, কুয়াকাটাকে বিশ্বের কাছে তুলে ধরতে প্রথমবারের মতো কুয়াকাটায় বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দরের সৃষ্টি ও আধুনিকায়ন নিয়ে সরকারের পারিকল্পনা সম্পর্কেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh