• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রথম চা মেলা শুরু বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

পাতা থেকে দানা হয়ে কীভাবে চা ভোক্তাদের কাছে আসে, তা তুলে ধরতেই শুরু হচ্ছে তিনদিনব্যাপী টি এক্সপো-২০১৭। বাংলাদেশ চা বোর্ড প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে বৃহস্পতিবার থেকে এ প্রদর্শনী শুরু হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনী উদ্বোধন করবেন। এছাড়া উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ অনেকে।

প্রদর্শনী প্রথম দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন এবং ১৬টি স্টল অংশ নিচ্ছে।

মেলায় অংশ নেয়ার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে www.facebook.com/bdteaexpo-এ ঠিকানায়।

চা বোর্ড বলছে, মেলা সুবাদে ভোক্তাদের কাছাকাছি যেতে পারবে বাগানমালিকরা। ভোক্তারা দেখতে পারবে চায়ের মান ও তৈরি প্রক্রিয়া।

এমসি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh