• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিডিপি কমার দাবি বিশ্বব্যাংকের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৭, ১৫:০৫

রাজস্ব ভারসাম্যহীনতা এবং আর্থিক ও করপোরেট ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে চলতি অর্থবছর ও আসছে অর্থবছরে জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন হবে না। দাবি করলো বিশ্বব্যাংক।

মঙ্গলবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসছে ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ।

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চলতি অর্থবছর (২০১৭-১৮) ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি অর্থবছর দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয়। প্রথম অবস্থানে থাকবে ভুটান। ২০১৭ সালে (ক্যালেন্ডার ইয়ার) দেশটির প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ভারতের প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ।

তবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক মতে’র ব্যবধানের বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বব্যাংক প্রতিবারই বাড়াবাড়ি করে। কিন্তু গড় হিসাবে সরকারের মন্তব্যই সঠিক ফলাফল বয়ে আনে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh